
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, কোনো মসজিদ কমিটিতে জামায়াতের লোক আছে কিনা আমাকে জানাবেন- আমি তাদের পরিবর্তনের চেষ্টা করবো।
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতা যুদ্ধে এদেশে মা বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী তারা তাদের অন্যায়ের জন্য ক্ষমা চায়নি। এখন তারা নিজেদের দেশপ্রেমিক দাবি করে। ছাত্রশিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে লালিত- পালিত হয়েছে। ছাত্রলীগের হত্যা, গুম-খুনের সাথে ছাত্রশিবির জড়িত ছিল।
জামায়াতের আমীর ছাত্রলীগের কর্মী ছিলেন। শনিবার (১৮ই জানুয়ারি) দিবাগত রাত দশটায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ওলামা দল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।