দিনাজপুর জেলা যুবদল এর আয়োজনেশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর৮৯তম জন্মবার্ষিকী পালিত

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুর জেলা যুবদল এর আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম -এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি-২০২৫ সোমবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আবদুল মোন্নাফ মুকুল(সাবেক সহ সাংগঠনিক সম্পাদক-রংপুর বিভাগ-কেন্দ্রিয় যুবদল নির্বাহী কমিটি)।


জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুলের সার্বিক তত্ত্বাবধানে আলোচনায় অংশ নেন জেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, ও বোচাগঞ্জ উপজেলা পৌর বিএনপি’র সভাপতি মোঃ নওশাদ ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র স্থগিতকৃত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক ও জেলা জাসাস এর আহবায়ক আখতারুজ্জামান আক্তার, জেলা বিএনপি’র উপদেষ্টা নাজমা মসির,পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ লিটন , জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ মিজানুর রহমান মুকুল, সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাজু ,দিনাজপুর পৌর যুবদলের আহবায়ক রবিউল আলম শামীম,জেলা যুবদলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

আলোচকবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply