
পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনিরুজ্জামান টিটু বলেছেন, বর্তমান সরকারের শাসনব্যবস্থায় দেশে লাগামহীনভাবে দুর্নীতি বেড়ে চলছে, আগের তুলনায় বৈষম্য বেশি হচ্ছে। দেশে গণতন্ত্রে বিকাশ ও উন্নয়নের জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। ১৮ জানুয়ারি শনিবার বিকালে পটিয়া ফ্যামেলি কিচেনে দেশে বর্তমান রাজনীতি পেক্ষাপট জাতীয় পার্টির করনীয় শীর্ষক চট্টগ্রাম উওর,দক্ষিণ, মহানগর শাখার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য একথা বলেন।
পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব নুরুল ইসলাম কমিশনার, চট্টগ্রাম নগর আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন,
রফিক আহমদ চেয়ারম্যান, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, জাহাঙ্গীর মেম্বার, শাহ আলম কন্টাক্টতার,শ্রী রঞ্জন ধর, দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, সিরাজ, সাহাব মিয়া, আলম মিস্রী,ইউসুফ প্রমুখ।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আমান উল্লা আমান বলেন,, জাতীয় পার্টির সরকারের আমলে হুসেইন মুহম্মদ এরশাদ এদেশে উপজেলা ও জেলা পরিষদ চালু করেছেন। এর ফলে অনেক শিক্ষিত যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘ ৯ বছর এদেশ শাসন করেছেন।
নুরুল ইসলাম কমিশনার জাতীয় পার্টিকে শক্তি শালী করার আহবান জানিয়ে বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশের রাস্তাঘাটসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রত্যেকটি উপজেলায় একাধিক ক্যাডার সার্ভিসের পদ সৃষ্টি হয়েছে। এতে অনেক শিক্ষিত ছেলেমেয়েরা এই ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের আমলে লাখ লাখ শিক্ষিত যুবক বেকার হয়ে বসে আছে।