
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে লালবাগ গোরস্থানে করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) পাঁচটায় লালবাগ দাখিল মাদ্রাসা মাঠে মরহুমা রেজিনা ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজী ইমামতি করেন মরহুমার ছোট ভাই জাহিদ আমিন।
জানাজার নামাজে দিনাজপুর জেলা বিএনপির অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরাদ আহমেদ, জেরানবিএনপির স্থগিতকৃত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তবর্গ, মরহুমার আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাজা শেষে শেষে তাঁর লাশ লালবাগ গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (১৭ জানুযারি ২০২৫) রাতে রেজিনা ইসলাম ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে বিরামপুর উপজেলা শহরে পৌঁছার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নিয়ে আসা। হাসপাতালে আনার পর ভোর ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে রেজিনা ইসলামের মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মােফজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সম্পত্তি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।