
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত আসামি আওয়ামী লীগ নেত্রী বিথি আক্তার ময়না কে ১৬ জানুয়ারী /২০২৫ ইং সাল রোজ বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের রেইনবো সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
মামলার এজাহার সুত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় এই আওয়ামী লীগ নেত্রী বিথি আক্তার ময়নার সাথে একান্ত সময় কাটাতেন সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ ইকবালুর রহিম এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার।পতিতা সম্রাট ময়না তাদের সাথে স্বক্ষতা গড়ে তুলে অবৈধভাবে উপার্জন করছেন কোটি কোটি টাকা।
এই আওয়ামী লীগ নেত্রী ময়না অসহায় মানুষের জমি দখল, চাঁদাবাজি, মামলার ভয় দেখানো, নিয়োগ বানিজ্য, টেন্ডারবাজীসহ বিভিন্ন প্রকার অপরাধের সাথে যুক্ত থেকে নিজেকে অপরাধ জগতের একজন সম্রাজ্ঞী হিসেবে পরিচিতি করিয়েছিলেন।
গ্রেফতারকৃত বিথি আক্তার ময়না দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী সিপাহীপাড়া মহল্লার রবিউল ইসলামের স্ত্রী। আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে জেলরোডস্থ রেইনবো সুপার মার্কেটে একটি দোকান ঘর দখল করে নামমাত্র ব্যবসা পরিচালনা করতেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলা চালানোর দায়ে মোঃ দুলাল আসাদুজ্জামান চৌধুরী চিরিরবন্দর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ১১/২৯৫।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মতিউর রহমান বলেন, চিরিরবন্দর থানার এজাহাকৃত মামলার ১৩৫ নং আসামি বিথি আক্তার ময়না। গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।