গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির আবুল ফজল।
২৬ আগস্ট সোমবার পালংখালী খতিজাতুল কোবরা দাখিল মাদ্রাসার হল রুমে বক্তব্য
তিনি বলেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পালংখালী ইউনিয়ন যুব বিভাগের ইনচার্জ আব্দুস সাত্তার নেতৃত্বে পালংখালী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় কোরাআন তেলাওয়াত করেন মৌলানা আলী হোসেন। আল কোরাআন থেকে দ্বারসুল কোরাআন পেশ করেন মৌলানা রফিকুল ইসলাম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পালংখালী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাষ্টার সানাউল্লাহ সাহেব।
নুরুল আবছার সাজুর সঞ্চালনার মাধ্যমে অনুষ্টান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আমির নুর হোসেন সিদ্দিকী, প্রধান মেহমান উখিয়া উপজেলার আমির মৌলানা আবুল ফজল,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সেক্রেটারি মৌলানা সোলতান আহাম্মদ, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রটারি মৌলানা আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে প্রত্যকটি সেক্টরে যুব সমাজ কে কাজে লাগাতে হবে।আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ আক্ষা দিয়ে অতিথিরা বলেন আগামীতে যুব সমাজের সিদ্ধান্তকে মুল্যায়ন করে সকলকে এক সাথে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনায় দক্ষ নাগরিক তৈরিতে ভুমিকা রাখতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবের বর্তমান ও সাবেক স্থানীয় এবং উপজেলা থেকে আগত দায়িত্বশীল বক্তব্য রাখেন পালং খালী ইউনিয়ন আমির আবুল আলা রোমান, নায়েবে আমির মৌলানা হাফেজ জালাল,সেক্রটারি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,অফিস সম্পাদক আব্দুল মাবুদ সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম,শ্রমিক নেতা মৌলানা মুবিন উদ্দিন,মৌলানা জিয়াউল হক,মোহাম্মদ আমিন, উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা শিবিরের বিএম সম্পাদক মনির উদ্দিন, ইউনিয়ন শিবির সভাপতি মুবিন উদ্দিন প্রমুখ।বক্তারা যুব বিভাগকে আরো সুসংগঠিত করার লক্ষে ইসলামের জন্য যুবকদের ভুমিকা অনিবার্য বলে দাবী করেন।
যুব সমাবেশে যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা গাজী মুফিজ উদ্দিন,যুব বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন,সাবেক ছাত্র নেতা আরফাতুল ইসলাম, উমর ফারুক, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ফয়সাল,আবু বক্কর সহ প্রমুখ।তাঁরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সকলের অংশ গ্রহণের মাধ্যমে পালংখালী ইউনিয়নকে সন্ত্রাস মুক্ত মডেল ইউনিয় গড়তে বদ্ধপরিকর।
সমাপনি বক্তব্য প্রদান করে পালংখালী ইউনিয়ন যুব বিভাগের ইনচার্জ আব্দুস সাত্তার।
তিনি বলেন তারুণ্যে নির্ভর এই যুব শক্তিকে কখনো ধমিয়ে রাখা সম্ভব নয়।সকল পরাধীনতার শিখল ভেঙ্গে একটি সোনালি সমাজ বির্নিমাণে সদা প্রস্তুত থাকতে হবে।তিনি আরো বলেন আগামীতে আরো শক্ত ভূমিকা পালন করে সমাজ থেকে অন্যায়,অবিচার, জুলুম,লুটতরাজ থেকে সমাজকে পালংখালী ইউনিয়ন কে পাহারাদারদের ভূমিকা পালনের আহ্বান করেন।