মধুপুরের মুকুটহীন সম্রাট সরকার শহীদের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ ( মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং তিন তিনবারের সফল মেয়র মরহুম সরকার শহীদের ২য় তম মৃত্যু বার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় মধুপুর শাখার সামনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। 

মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন মধুপুর উপজেলা বিএনপি এবং উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিন্টু তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, পৌর বিএনপির সহ-সভাপতি ও প্রয়াত সরকার শহীদের সহধর্মিণী  আনোয়ারা খন্দকার লিলি ও তার পুত্র আদিত্য সরকার সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও  সাংবাদিকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০২৩ সালের ১৩ই জানুয়ারি এই দিনে মধুপুরের জননন্দিত নেতা মধুপুরবাসীর মুকুটহীন সম্রাট লক্ষ লক্ষ ভক্তদের কাঁদিয়ে পরলোক গমন করেন। স্টোকজনিত কারণে তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন বিকেলে তার মৃত্যু হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, যথাক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার  মোতালেব হোসেন। অনুষ্ঠান শেষে প্রয়াত সরকার শহীদের বাস ভবনে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Leave a Reply