রাজউক উত্তরা জোনাল অফিস মতিঝিলে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শাহাদাৎ হোসেন (ইমরান):

দাবি না মানলে ঘেরাও কর্মসূচি হুশিয়ারি দিয়ে নিকুঞ্জ, উত্তরা ও টংঙ্গী শিল্প এলাকার প্লট ও ফ্ল্যাট মালিকগণের কষ্ট স্বার্থে  রাজউক এস্টেট ও ভূমি -২  জোনাল অফিস স্হানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উত্তরা ৬ নং সেক্টরস্থ রাজউক জোনাল অফিসের সামনে মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনটির আয়োজন করেন উত্তরা, টঙ্গী শিল্প এলাকা ও নিকুঞ্জের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে প্রায় চার শতাধিক লোক উপস্থিত ছিলেন।

নাগরিক সেবা জনগণের দারপ্রান্ত থেকে ২০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার মতন হটকারী সিদ্ধান্ত অভিলম্বে বাতিল করতে হবে। রাজউকের উত্তরা জোনাল অফিসের এস্টেট ও ভূমি- ২ শাখার কার্যক্রম ক্লোজ করে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে একিভূত করার আদেশ বাতিল করতে হবে। আদেশ বাতিল করা না হলে মহাসড়ক অবরোধ সহ মতিঝিল রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করা হবে বলে হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা।

তারা আরোও বলেন,এই অফিসে নামজারি,হাজিরা,লোন সংশ্লিষ্ট ও হস্তান্তরের কাজ করা হত।প্রায় ২০-২২ হাজার প্লট ও ফ্ল্যাট মালিক বসবাস করেন।এদের মধ্যে অনেক বয়স্ক লোক,সাবেক সরকারী কর্মকর্তাসহ অনেক গুনি লোকজন বসবাস করেন তাদের কষ্টের কথা রাজউক অনুধাবন করে স্হায়ীভাবে জোনাল অফিসটি করেন।তিনদিনের নোটিশে স্থানান্তর করতে গৃহায়ন ও গণপূর্ত মন্রণালয়ের উপদেষ্টা, রাজউক চেয়ারম্যান ও সচিবের অফিস আদেশ বাতিল করে পুনরায় উত্তরা অফিসটি রাখার অনুরোধ জানান তারা।

উক্ত মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন,  তুরাগের চান মিয়া বেপারী,  আমান উল্লাহ ভূইয়া, আবু সায়েম সুমন, সাইফুল ইসলাম দুলাল, উত্তরার মনির হোসেন,  মঞ্জুরুল ইসলাম,  মাহমাদুল হক মামুন,জাহিদুল ইসলাম মন্ডল, জিয়াউর রহমান, মিরাজ উদ্দিন মিজান, আবুল কাশেম, আলমগীর হোসেন শিশির, সোহেল ইসলাম,  আমীর হোসেন, সাখাওয়াত হোসেন,   মহসিন খান, রফিকুল ইসলাম,  সামসুল হক,  টঙ্গীর আমীর হোসেন, কামরুল ইসলাম,  নিকুঞ্জের আল আমিন, মনির হোসেন,  রমজান মিয়া প্রমূখ।

ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে রাজউকের উপ পরিচালক বরাবর স্বারকলিপি দেয়া হয়।

Leave a Reply