
মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট ট্রাকের ধাক্কায় টমেটো বিক্রিতা নিহত ও ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।;রবিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় আঞ্চলিক মহাসড়কে হরিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন: উপজেলার কুলানন্দপুর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ মিজানুর রহমান(৪০)আহত ইজিবাইক চালক একই গ্রামের মৃত, তমিজ উদ্দিনের ছেলে আঃ মান্নান (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কুলানন্দপুর গ্রামের মিজানুর রহমান ইজিবাইক ভাড়া করে টমেটো নিয়ে বিরামপুর হাটে যাচ্ছিল।
পথিমধ্যে আঞ্চলিক মহাসড়কে হরিপাড়া নামক স্থানে পৌছিলে দিনাজপুরের দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ইজিবাইকটিকে পাশ কাটিয়ে যাওয়া সময় ইজিবাইকের সাথে ধাক্কা লাগে।
এতে ইজিবাইকে থাকা টমেটো মালিক মিজানুর রহমান ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।, স্থানীয়রা আহত মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ সময় আহত হন ইজিবাইক চালক আঃ মান্নান ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক তিনি জানান, ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।