মীর ইমরান-মাদারীপুর
শিবচরের গ্রামের মাটিতে দীর্ঘ ১৫বছর পরে সাবেক সাংগঠনিক সম্পাদক,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, শের-ই- বাংলা নগর থানার মহানগর স্বেচ্ছাসেবক দলের মোঃ ইমরান মিয়া।
গত (২৩আগষ্ট) সকাল ১১টার সময়,ঢাকা মহানগর উত্তর শের – ই-বাংলা নগর থানা ২৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ ইমরান মিয়া নিজ গ্রামের বাড়িতে শিবচর ফিরেছেন বীরের বেশে, কয়েক শ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পাচ্চর গোল চত্বর থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের, মহানগর উত্তর এবং শেরে বাংলা নগর থানার অসংখ্য নেতা কর্মীরা,পরে নিজ বাড়িতে অসংখ্য জনতা,আত্মীয়-স্বজন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা জানায়,পরে দুপুরে এক মধ্যান্য ভোজের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ ইমরান মিয়া সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক মহানগর দক্ষিণ ছাত্রদল, এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি ৪১ নং ওয়ার্ড ছাত্রদল,বর্তমান ২৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা,পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মোঃ ইমরান মিয়া তিনি বলেন, ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করছি,, স্বৈরাচারী হাসিনা সরকার আমলে দেশের অর্থনীতি যদি বিহিন জুরি মত করে পালিয়েছে ,দেশ ঠিক হয়ে একটু সময় দিতে হবে উপদেষ্টাদের , দেশের ক্লান্তি কালে ভারত আমাদের উপর যে নির্মম পরিহাস করেছেন তিত্তা ফারাক্কা বাঁধ খোলে দিয়ে ,আমরা বিএনপি এখন বন্যাতদের পাশে যার যার অবস্থান থেকে দাঁড়াতে হবে এবং দাড়াবো এ ছাত্র – জনতার বৈষম্য আন্দোলনে মাধ্যমে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে নতুন এক স্বাধীনতা অর্জনের মধ্যেমে দীর্ঘদিন পর নিজ বাড়িতে ফিরতে পেরে আনন্দে আত্মহারা আমি।
এ সময় তরুন প্রজন্ম এ ছাত্র নেতা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন তিনি সবসময় বিএনপি’র রাজনীতির সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীদের চলার আহ্বান জানান,যারা লুটতরাজ এবং ভাঙচুরের সাথে জড়িত সকলকে হুঁশিয়ারিও প্রদান করেন এ ছাত্র নেতা মোঃ ইমরান মিয়া।