টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের মতবিনিময়

 
বশির আলম

প্রভাববিস্তারমুক্ত ক্যাম্পাস  যেখানে সকল দল সুষ্ঠুভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে। ক্যাম্পাসে সুস্থ ও শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে।
ছাত্রলীগ জোর করে শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে বাধ্য করতো। আমরা এই চর্চা আর চাই না। শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারে। যারা রাজনীতিতে অংশ নিতে চান না তারা যেন সেই স্বাধীনতাটাও ভোগ করতে পারেন।

সর্বোপরি আমরা সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস চাই।’
কলেজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা বিষয় নিয়ে  ছাত্র-ছাত্রীদের স্বস্তি ফেরাতে গাজীপুর টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ  রফিকুল ইসলামের সঙ্গে  মতবিনিময় করেছে  ছাত্রদলের নেতাকর্মীরা। পরে কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

সোমবার বেলা ১১ ঘটিকায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী   সৌরভ হাসান এর নেতৃত্বে, কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষ  সঙ্গে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।


এসময় কলেজের অধ্যক্ষের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়েছে । কলেজে ছাত্রদল নেতাকর্মীরা অধ্যক্ষ কে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply