গাজীপুর থেকে রাজু আহাম্মেদ
গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে শুরু করে সাপোর্ট টু জয়দেবপুর দেবগ্রাম-ভুলতা মদনপুর (ঢাকা বাইপাস) মহাসড়ক প্রকল্পে ভূমি পুনর্বাসনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান না করায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে পরিচালিত এই প্রকল্পে সি.সি.ডি.বি (একটি এনজিও) থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, কিন্তু তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, সি.সি.ডি.বি (এনজিও) থেকে মোঃ সিদ্দিক এবং সড়ক ও জনপথ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফাতেমা সানি আদ্রিতা ও মৌসুমি আক্তার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাননি।
প্রতিবাদকারীরা জানান, তাদের কাছ থেকে তিনশত টাকার স্ট্যাম্প জমা নেওয়া হলেও পরবর্তীতে তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এমনকি প্রকল্পের কাজের স্বার্থে তারা নিজেদের ঘরবাড়িও ভেঙে দেন। পরে সি.সি.ডি.বি (এনজিও) রাতের অন্ধকারে গাজীপুর থেকে তাদের অফিস নারায়ণগঞ্জে সরিয়ে নিয়ে যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা আমাদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি করছি এবং গাজীপুরে সি.সি.ডি.বি (এনজিও) অফিস পুনরায় স্থাপনের জোর দাবি জানাচ্ছি।”
তারা মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যার দ্রুত সমাধান চান।