মোঃ আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝলকাঠিজেলাধীন রাজাপুর উপজেলায় ২০ আগষ্ট ২০২৪ ইং রোজ মঙ্গলবার বিকাল ০৪ ঘটিকার সময় উপজেলা শহরের বাঘরী বাজারের বি এন পির অস্থায়ী কার্যাল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজাপুর উপজেলা শাখার সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিয়াজ, উপজেলা যুবদলের আয়হবাক মোঃ মাসুমবিল্লাহ পারভেজ, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার পাশা নিপু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাখায়াত হোসাইন রাব্বি সহ উপজেলার সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে রতন দেবনাথ বলেন, আমাদের লক্ষ্য একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা, দলের মধ্যে কেউ যাতে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে নেতৃত্ব দিতে না পারে। তিনি আরো বলেন, আমাদের বৈধ অভিভাবক তালুকদার আবুল কালাম আজাদ ও নাসিম আকনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী সংগঠন গুলো যেকোনো পরিস্থিতি মোকাবেলায় রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। সভা শেষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয়।