বিরামপুরে প্রতিধ্বনি সংগঠনের বই উৎসব পালিত

মোঃ নয়ন মিয়া দিমাজপুর জেলা প্রতিনিধি:


“তোমরাই দিয়েছো সাহস, হয়েছো আলো, তোমাদের হাতেই এদেশটা ভালো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে এই প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন “প্রতিধ্বনি” এর আয়োজনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।বিরামপুরে প্রতিধ্বনি সংগঠনের বই উৎসব পালিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
“তোমরাই দিয়েছো সাহস, হয়েছো আলো, তোমাদের হাতেই এদেশটা ভালো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে এই প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন “প্রতিধ্বনি” এর আয়োজনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ আগষ্ট) বিকেলে বিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন শোভা চৌধুরীর সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার ঘোষ, বিরামপুর সরকারি কলেজের প্রভাষক আনিসুর রহমান (ডলার), বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলমাজ উদ্দিন মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন কুমার রায়, সুশান্ত কুমার চক্রবর্তীসহ উক্ত বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শান্ত বাবু।

“প্রতিধ্বনি “স্বেচ্ছাসেবী সংগঠন বিরামপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমান জার্মান প্রবাসী সরোয়ার জাহান সেতুর উদ্যোগে ২০১৫ সালে স্থাপিত হয়।২০১৫ সাল হতে অদ্যাবধি “প্রতিধ্বনি” সংগঠনটি স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ,শিক্ষা উপকরণ বিতরণ,বই বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কার্যক্রম। এসময় “প্রতিধ্বনি”সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মাসুম, আব্দুর রব রাব্বূ,শাহজালাল সরকার সুইট, জুলকারনাইন জাকির, ইসতিয়াক আহমেদ রকি, নাহিদ কাওসারসহ অনেকে।


বই বিতরণ অনুষ্ঠানে বিরামপুর সরকারি কলেজ, বিরামপুর মহিলা কলেজ,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বিরামপুর কলেজিয়েট উচ্চ, বিরামপুর আদর্শ হাইস্কুলসহ বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং মেধার বিকাশ সাধনের লক্ষ্যে শিক্ষকগণ তাদের মাঝে সেদিন চৈত্র মাস, অপরাহ্ন লেখক হুমায়ূন আহমেদ, মা লেখক আনিসুল হকসহ বিভিন্ন লেখকের বই তুলে দেন। এছাড়াও তরুণ লেখক তকিব তৌফিকের লেখা ঘর কিংবা ঘোর,রিঙ্গণ পুর বইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।


বই বিতরণ অনুষ্ঠান শেষে “প্রতিধ্বনি ” সংগঠনের প্রতিনিধি শাহজালাল সরকার সুইট ও আব্দুর রব রাব্বূ বলেন আমাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো চলমান থাকবে।

Leave a Reply