মীর জুবাইর আলম হবিগঞ্জঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের ৮/৯নং ওয়ার্ডের ইকরতলী উছমানপুর সহ ১০থেকে ১২ টি গ্রামের কয়েক হাজার মানুষ একমাত্র যাতায়াতের চুনারুঘাট উপজেলা পরিষদের একমাত্র জনদূর্ভোগ রাস্তা।
এ রাস্তাটি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মরহুম মোস্তাফা শহিদ সাহেবের নির্দেশে চুনারুঘাট উপজেলা পরিষদের রাস্তার এলজিআরডি অধিদপ্তরের অন্তরভূক্ত করা হয়।রাস্তার নাম্বার ৬৩৬২৬২০০৫। এদিকে কয়েবার এলজিআরডি অফিসের সারবেয়ার কয়েক দফা মাফজোক নেওয়া হয়।কিন্তু আসামপাড়া হতে দুই কিলোমিটার এবং আমরোড হতে ৪ কিলোমিটার কাজ হলে বাকি থাকে ৭ কিলোমিটার কাজ অম্পুন্ন থাকে। এতে দিনের পর দিন বছরের পর বছর রাস্তা জনদুর্ভোগ শেষ নেই।
রাস্তার সমস্যা কথাগুলি জেলা এলজিআরডি কর্মকর্তা সহ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী ডিওলেটার দেওয়া হয়। চুনারুঘাট উপজেলা এলজিআরডি প্রকৌশলী অফিসের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার ফলে এলাকার সাধারণ মানুষের ভোগান্তি শেষ নেই।চুনারুঘাট উপজেলা এলজিআরডি প্রকৌশলী জানান আগামী ২০২৫ সালের অর্থ বাজেট এ রাস্তার কাজ ধরা হবে।