গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারদহ গ্রামে বালু উত্তোলনের মিথ্যা মামলার অভিযোগ

মোঃ মিঠু গাইবান্ধা জেলা প্রতিনিধি

উত্তোলনের প্রতিবাদ কড়ায় জসিম উদ্দীন হাজতে, আহত ৫ জন। অবশেষে বালু দস্যু আফসার গ্রেফতার। সরোজমিন প্রতিবেদনঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন এর মাদারদহ গ্রামের বালু দস্যুর বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় জেল হাজতে মোঃ জসীমউদ্দীন ও হামলার শিকার মোঃ জোনাব আলী, মোঃ নজরুল ইসলাম, সাইদুল সহ পাঁচজন ।

অভিযোগ সূত্রে জানা গেছে চলতি ইরি বোরো মৌসুমে মাদারসহ গ্রামের আলহাজ্ব নস্কর আলীর ৩৩ শতক এবং জসিম উদ্দিনের ১৭ শতাংশ কৃষি আবাদি জমিতে আক্রোশ বশত সেচ না দেওয়ার ফলে ৫০ শতাংশ জমি উৎপাদন থেকে বঞ্চিত হয়ে পতিত পরে রয়েছে। এ বিষয়ে আলহাজ্ব নসকর আলী এই প্রতিনিধিকে জানান বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলায় তার জমিতে সেচ দিচ্ছে না বালু দস্যু আফসার আলী ও আনিসুর গণ। এ বিষয়ে ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তি নিয়ে মিটিং সালিশ করলেও প্রভাবশালী আফসার আলী কারো কথা মানছে না।

সরজমিনে জানা গেছে মাদারদহ গ্রামের মৃত্যু বাসকর আলীর পুত্র বালুউত্তোলনকারী আফসার আলী প্রভাব কাটিয়ে সরকারি খাস পচারিয়া তপসা বিল ও জসিম মিয়ার নিজস্ব জমি গভীর খাদের সৃষ্টি করে জমির শ্রেণি পরিবর্তন করার জন্য ভুক্তভোগী পরিবার বারবার আফসার ও আনিসুর এবং ওই ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলমকে বিষয়টি নিষ্পত্তি করার জন্য বারবার বললেও সুরাহা পায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আলহাজ্ব মোঃ নস্কর আলী শেখ, ও নজরুল ইসলাম টেপো এর পরিবার। আহত নজরুল ইসলাম টেপো এই প্রতিনিধিকে জানিয়েছেন বাস্কর আলী শেখ এর পুত্র মোঃ আফসার আলী, আনিসুর রহমান এবং আফসারের পুত্র রাজু মিয়া তাদেরকে বেধম ভাবে মারপিট করে আহত করেছে।

তাদের কে বিভিন্ন হুমকি দিচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কে জিজ্ঞেস করলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না। উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসেল মিয়া বলেছেন”দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে’’। অপর দিকে ভুক্তভোগী পরিবারের দাবি ম্যানেজের মাধ্যমে দীর্ঘ দুই তিন বছর যাবত আফসার আলী অবাধে পচারিয়া বিলে এবং মাদারদহ গ্রামের নান্দারগাড়িতে ২৫ /৩০ টি গভীর খাদের সৃষ্টি করে পরিবেশ এবং কৃষি আবাদি জমির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে অভিযোগ তুলেছেন সর্বস্তরের এলাকাবাসী। দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও বিক্রি করে আসলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে এলাকাবাসীর দাবি।

আবার অনেকে প্রশ্ন তুলেছে বালু দস্যুর বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও হাজত খাটছে বাজারদহ গ্রামের মৃত্যু ফজল হকের পুত্র জসিম উদ্দিন।। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বালু দস্যু ও এজহার নামীয় পলাতক আসামী মোঃ আফসার আলীকে ১৯ মার্চ বিকেলে মহিমাগঞ্জ বন্দর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্। আফসারের গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Leave a Reply