রফিকুল ইসলাম নান্দাইল ঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ সহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের আয়োজনে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহিনা নাজনীন, নান্দাইল পল্লী বিদ্যুৎ এর ডিজিএম বিপ্লব কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক এডভোকেট হাবিবুর রহমান ফকির, কলামিস্ট সাইদুর রহমান,সাংবাদিক আজিজুর রহমান ভূইয়া বাবুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তামান্না আক্তার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান জয় সহ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ সাংবাদিক ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাাজিম উল্লাহ লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।