বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, হত্যাকারী, ওয়ারেন্টভুক্ত আসামী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ২। বিগত ২০০২ সালে মিরপুর-১২ পল্লবী থানাধীন ক্লাসিক গামের্ন্টসে সুইং অপারেটরদের সাথে কাটিং অপারেটারদের আন্তঃ কলহে মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সুইং অপারেটরগণ একজন কাটিং অপারেটরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে।
পরবর্তীতে উক্ত ঘটনায় ডিএমপি ঢাকার পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত ঘটনার পর হতে আসামী দীর্ঘ ২১ বছর পলাতক ছিল। মামলার বিচার শেষে বিজ্ঞ আদালত আসামী লেলিন @ রিপন’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে। পরবর্তীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জড়িত আসামী’কে গ্রেফতারের জন্য র্যাব-১, আভিযানিক দল বিষয়টি আমলে নিয়া ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মার্চ ২০২৪ ইং তারিখ দুপুর আনুমানিক ১৩৪৫ ঘটিকায়, র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পল্লবী থানার মামলা নং-৪২(১১)২০০২, বিশেষ দায়রা মামলা নং- ১২৬/২৩, ধারা- ৩২৩/৩২৫/৩০২/৩৪ পেনাল কোড এ যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী লেলিন @ রিপন গাজীপুর কালিয়াকৈর মৌচাক এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লেলিন @ রিপন (৪৩), পিতা- মিঃ কিটালিম, থানা- বড়াইগ্রাম, জেলা-নাটোর’কে গ্রেফতার করা হয়। ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।