হিসাবরক্ষণ অফিস সহ বিভিন্ন দপ্তরে দুদক এর অভিযান

স্টাফ রিপোর্টার

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৬টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা -এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, কুমিল্লা হতে ৬ মার্চ ২০২৪ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টিম উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে অভিযোগের বিষয়ে কথা বলে ভ্রমণ ভাতা, রুটিন মেইনটেনেন্স, কন্টিজেন্সি, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতের ভাউচারসহ বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়া উল্লিখিত উপজেলাধীন বেশকিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে টেলিফোনে যোগাযোগ করে তাদের বক্তব্য গ্রহণ করা হয়।

সংগৃহীত বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। উপজেলা হিসাবরক্ষণ অফিস, দশমিনা, পটুয়াখালীর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের বিল, ৪০ দিনের কর্মসূচি, কাবিটা ও টিআর প্রকল্পসহ যে কোন বিল প্রদানে ফাইল আটকিয়ে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম উপজেলা হিসাবরক্ষণ অফিস, দশমিনা, পটুয়াখালী হতে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে।

এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার, দশমিনা, দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পূর্ব যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়। বক্তব্য এবং রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

Leave a Reply