বিরামপুরে জাতীয় ৬ষ্ঠ ভোটার দিবস পালিত

নয়ন মিয়া (দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০২ মার্চ শনিবার সকাল ১১ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলীর সঞ্চালনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন,এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম সিদ্দিক,ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় অত্র উপজেলার স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply