মেধা। শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ও দক্ষিণ শ্রীপুর ২টি ইউনিয়নের ভদ্রখালি ও উত্তর শ্রীপুর এলাকার সুজয় মন্ডল ও আকছাদুর রহমান সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ায় দুটি অসহায় পরিবারে আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা।
সাতক্ষীরা জেলা ও গোপালগঞ্জ থেকে সরকারি মেডিকেল কলেজে যারা চান্স পেয়েছেন তাদের তথ্য কেউ দিতে পারবেন এমন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন শেখ মাসুদা খানম মেধা। পরবর্তীতে সাতক্ষীরা কালিগঞ্জের দুইজন দরিদ্র শিক্ষার্থী সুজয় মন্ডল ও আকছাদুর রহমানের পরিবার যোগাযোগ করেন এবং তার ভর্তিসহ মেডিকেল কলেজে পড়ার বই পত্র সহ নানা সহায়তার প্রতিশ্রুতি দেন মোবাইল ফোনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা।
এক পর্যায়ে সুজয় মন্ডলের পিতা তারক মন্ডল ও আকছাদুর রহমানের পিতা সামিউল্লাহ রহমানের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানান জনবান্ধব এবং শিক্ষাবান্ধব একজন সৃজনশীল ও দরিদ্র অসহায় পরিবারদের শুভ শক্তির প্রতীক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা।
আরো বলেন"এর আগেও তিনি অনেক দরিদ্র ছাত্রছাত্রীকে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা খুবই খুশি দুইটি পরিবার।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা'র ফোন পেয়ে আবেগ আপ্লুত সুজয় মণ্ডল ও আকছাদুর রহমান তাহাদের প্রতিক্রিয়া জানান,এমন একজন নেত্রী দেশের প্রতিটি অঞ্চলে থাকলে কোন দরিদ্র অসহায় শিক্ষার্থীকে পড়াশোনা করতে কোন অসুবিধা হবে না এবং শেখ মাসুদা খানম মেধা প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সুজয় মণ্ডল পিতা তারক মন্ডল ও আকছাদুর রহমান সামিউল্লাহ দুইটি পরিবারের পক্ষ থেকে শেখ মাসুদা খানম মেধা'র প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান ও মহান সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া আশীর্বাদ করেন।
সুজয় মণ্ডল পাবনা মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছে ও মোঃ আকছাদুর রহমান দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছে।