নাগেশ্বরীতে শিক্ষকের বিরুদ্ধে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ  

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র‍্যালিতে অংশ না নেয়ার কারণ জানতে চাওয়ার জেরে শহিদ মিনার ভাংচুরের অভিযোগ উঠেছে দুই শিক্ষক ও তাদের লোকজনের বিরুদ্ধে। একুশে ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার জয়মঙ্গল এগারো মাথা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় অভিযোগ করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি। পুলিশ বলছে, বিষয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আপোষ করবেন, তাই মামলা নেয়া হয়নি।

অভিযোগপত্র থেকে জানা গেছে, বুধবার (২১ ফেব্রুয়ারি)  সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠ থেকে শোক র‍্যালি বের হলে ম্যানেজিং কমিটি, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ নিলেও সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মানিক ও কম্পিউটার শিক্ষক শামসুর রহমান বিদ্যালয়ের বারান্দায় র‌্যালিংয়ে বসে মোবাইলে ভিডিও দেখছিলেন। পাশে বসে ছিলেন শিক্ষক আব্দুল কুদ্দুছও। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান শিক্ষক আব্দুল কুদ্দুছের কাছে র‍্যালিতে অংশ না নেয়ার কারণ জানতে চাইলে, কম্পিউটার শিক্ষক শামসুর রহমান ও তার ভগ্নিপতি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মানিক সভাপতির উপর ক্ষিপ্ত হয়ে বলেন, সবাইকে কেন যেতে হবে। এ নিয়ে উচ্চবাক্য হলে শামসুর রহমান ও মনিরুল ইসলাম মুঠোফোনে কল করে ভাই ভাতিজাদের স্কুলে ডাকেন।

র‍্যালি শেষে পৌনে ১১টার দিকে বহিরাগতরা সহ শিক্ষক শামসুর ও মানিকের সঙ্গে সভাপতি এবং প্রধান শিক্ষক সোলায়মান আলীর তর্ক হয়। এক পর্যায়ে শহিদ মিনারের খুঁটি তুলে সভাপতিকে মারতে যায় শামসুর ও মানিকের লোকজন। এ সময় বিদ্যালয়ের অফিস সহায়ক মিশুক মিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে শহিদ মিনার ভাঙচুর করে শিক্ষক মানিক ও শামসুরের লোকজন। এরপর জরুরি নম্বরে কল করে ঘটনা জানানো হলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কমিটির সভাপতি মিজানুর রহমান নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেন।

এতে সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মানিক, কম্পিউটার শিক্ষক শামসুর রহমান সরকার, হাতিরভিটা এলাকার আতাউর রহমানের ছেলে একরামুল হক লিটন, জহুর আলীর ছেলে মাসুদ রানা ও শহিদুল ইসলাম, মৃত আকবর আলীর ছেলে ফজলুল হক, জয়মঙ্গল এগারোমাথার রুহুল আমিনের ছেলে শহিদুল ইসলামসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান আলী বলেন, সবাই র‍্যালিতে গেলেও কম্পিউটার শিক্ষক শামসুর রহমান, তার ভগ্নিপতি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মানিক র‍্যালিতে না গিয়ে বসে পা দোলাচ্ছিল। পাশে আরেক শিক্ষক কুদ্দুছও ছিল। ওরা ন্যাক্কারজনক কাজ করেছে। সভাপতিকে রুমের ভেতর নিলেও জানালা দিয়ে মারার চেষ্টা করা হয়। তিনি জানান, সভাপতিকে ওই দুই শিক্ষক মানতে পারেনি। তার জেরে এ ঘটনা হতে পারে।

ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি স্কুলে র‍্যালিতে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা গেলেও বারান্দায় আব্দুল কুদ্দুছ বসে ছিলেন। পাশে পা দুলিয়ে মোবাইলে ভিডিও দেখছেন মনিরুল ইসলাম মানিক ও শামসুর রহমান। আমি কুদ্দুছকে বলেছি র‍্যালিতে গেলেন না কেন। এ কথায় মনিরুল ও শামসুর উত্তেজিত হয়ে আমার দিকে এসে বলে সবাইকে কেন যেতে হবে!বলেছি যেতে হবে। পরে ভাই ভাতিজাদের ডেকে শহিদ মিনারের খুঁটি তুলে আমাকে মারতে আসে। শহিদ মিনার ভেঙে দেয়। ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে বিষয়টি জানালে নাগেশ্বরী থানা থেকে ভ্যান আসে। আমি থানায় তাদের নামে অভিযোগ করেছি। কম্পিউটার শিক্ষক শামসুর রহমান সরকার বলেন, অসুস্থ থাকার কারণে আমরা দুইজন শিক্ষক র‍্যালিতে যাইনি। এজন্য স্কুলের সভাপতি শিক্ষককে খারাপ ভাষায় কথা বলায় উপস্থিত লোকজনের সাথে উচ্চ কথাবার্তা হয়েছে।

শহিদ মিনার ভাঙার বিষয়ে বলেন, শহিদ মিনার ভাঙা হয়নি। খুঁটি দিয়ে সাজানো ছিল, সেই খুঁটি তুলেছে লোকজন। ভগ্নিপতি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মানিকের বিষয়ে বলেন তিনিও বসে ছিলেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপ কুমার সরকার বলেন, অভিযোগটি তদন্ত করতে এসআই মোহাম্মদ আলীকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ভালো বলতে পারবেন। তবে ইউপি চেয়ারম্যান বিষয়টি আপোষ করবেন বলেছেন।  তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আলী বলেন, স্কুলের সভাপতি মিজানুর রহমান লিখিত অভিযোগ করেছেন। আমি কাগজ পাইনি। থানা থেকে ফোনে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত করেছি, কাজ চলছে।

নেওয়াশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল বলেন, ঘটনা শুনে স্কুলে গিয়ে সবাইকে লাইব্রেরিতে দেখেছি। পরে পুলিশ গেছে। আমরা কথা বলে এসেছি। সামনের বুধবার বসার কথা আছে। নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বলেন, বিষয়টি বিদ্যালয় সংশ্লিষ্ট কেউ আমাকে জানায়নি। বুধবার অফিস থেকে বাসায় আসার পর লোক মারফত জানতে পেয়ে প্রধান শিক্ষককে তিনবার কল করেছি। তিনি রিসিভ করেননি। আমাদের অফিস সহায়ককে ঘটনাস্থল গিয়ে প্রকৃত ঘটনা জানতে বলা হয়েছে। এরকম ঘটনা কেনো কেউ জানালো না। সব মিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply