দুদক জেলা কার্যালয়, দিনাজপুর হতে এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ও পত্র পেরণ

বিশেষ প্রতিনিধিঃ

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৬টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জের মজিদনগর কারিগরি স্কুলের সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে শিক্ষকের এমপিওভুক্তি ও বেতন-ভাতা চালু করতে ঘুস দাবি এবং ঘুস প্রদান না করায় বেতন-ভাতা বন্ধ রাখাসহ নানাবিধ হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, দিনাজপুর হতে ২২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগকারী কর্তৃক সরবরাহকৃত অডিও রেকর্ডে ঘুস দাবির প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। বড়টিয়া ইউনিয়ন ভূমি অফিস, ঘিওর, মানিকগঞ্জ -এ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের নামজারি বাবদ ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় ঢাকা-২ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা যায় হয় যে উক্ত দপ্তরে বেশ কিছু অনিষ্পন্ন আবেদন রয়েছে। আবেদনগুলো যথাসময়ে প্রক্রিয়াকরণ এবং উপস্থিত সেবাপ্রত্যাশীদের কাজ দ্রুততম সময়ে শেষ করার নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), ঘিওর, মানিকগঞ্জ -এর সাথে অভিযোগের বিষয়ে আলোচনা করা হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Leave a Reply