নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের কোনাবাগারী গ্রামের নিভৃত পল্লীর মৃত মফিজ উদ্দিনের পুত্র আলাল উদ্দিনের বাড়ি-ঘরে হামলা চালিয়ে নিরীহ পরিবারকে মারধর সহ লুটপাট করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাগেছে, একই গ্রামের প্রতিপক্ষ মো: রূপ্তন মড়ল গংদের সাথে আলাল উদ্দিনের পরিবারের জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত রোববার (১৮ই ফেব্রুয়ারি) বিকালে আলাল উদ্দিনের স্বত্ব দখলীয় জমি দখলের উদ্দেশ্য রুপ্তন মড়ল গংরা বাড়ির সামনে আলাল উদ্দিনের সহোদর ভাইয়ের সাথে পরিকল্পিত ঝগড়া বাধে।
এক পর্যায়ে রুপ্তন মড়ল গংরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুল হামিদ ও আলাল উদ্দিনের পরিবারের উপর প্রথম দফা হামলা চালায়। এতে আলাল উদ্দিনের ভাই আবদুল হামিদ ও ভাতিজি পারভিন আক্তার গুরুতর আহত হয়। আহতদের ডাক চিৎকারে আলাল উদ্দিন ও তার পরিবার জন আগাইয়া আসিয়া আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় রুপ্তন মড়ল গংরা তাদের বাড়িঘরে আরো এক দফা হামলা চালায়। এসময় আলাল উদ্দিন সহ তাঁর ভাবী জাহানারা খাতুন ও অপর ভাতিজি সিমলা আক্তারকে মারধর করলে তারা গুরুতর আহত হয়। রুপ্তন মড়ল গংরা পৃথক দুটি হামলা চালিয়ে আলাল উদ্দিনের পরিবারের নগদ ৫০ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার, মোবাইল ও ধান-চাল সহ ১ লাখ ৪ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে এ ঘটনায় প্রতিপক্ষ রুপ্তন গংদের হাত থেকে রেহাই পেতে আলাল উদ্দিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মজিদ অভিযোগ পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের প্রেক্ষিতে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।