স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা " শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা আজ ২০ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার ময়মনসিংহ সার্কিট হাউজ কনফারেন্স হল রুমে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেমিনার ও মতবিনিময় সভার উদ্ধোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামূল হক নাসিম। মূল বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান আলোচক প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব)শ্যামল চন্দ্র কর্মকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি ময়মনসিংহ সদর এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির।সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)মাহফুজুর রহমান মাছুম।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,সহ- সভাপতি মোশাররফ হোসেন,এমইজের সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক আব্দুল হাশিম,এ এইচ এম মোতালেব,মোঃ আব্দুল হাফিজ, জগদীশ চন্দ্র সরকার,আইয়ুব আলী, মোঃ সাইফুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রেস কাউন্সিল এর সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেন। সেমিনারে ৪০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।