বিশেষ প্রতিবেদন (চট্টগ্রাম)
বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৮তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ষষ্ঠ দিবসে, মাইজভাণ্ডারী একাডেমি’ আয়োজিত ‘১০ম উলামা সংলাপ ২০২৪’ চট্টগ্রাম প্রেসক্লাব ‘সুলতান আহমদ হল’এ অনুষ্ঠিত হয়।
সাউদার্ণ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারীর সঞ্চালনা এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ শায়েস্তা খান আজহারীর সমন্বয়ে প্রতিপাদ্য বিষয় ‘আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সংলাপে বক্তারা বলেন- ধর্মীয় বক্তব্যে সংস্কার প্রয়োজন। চিন্তায় সংস্কার প্রয়োজন। ইসলাম ধর্ম চর্চার ভিত্তিতে মানবিক বিপ্লব ঘটিয়েছেন সুফি সাধকরা। আমরা সে দিকে দৃষ্টি দিলে ইসলাম ধর্মের সামাজিক আবেদন অনেক বেশি গতিময় হবে।
আলেম বলতে শুধু মাদরাসা শিক্ষিতরা নন। বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিরা আলেমের সংজ্ঞাভুক্ত। আলেমদেরকে সমাজের সাথে মিশে গিয়ে সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সংলাপে সম্মানিত পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব অধ্যাপক জহুর উল আলম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। আলোচনায় অংশ নেন- চ.বি আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নুর হোসাইন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল ফাতাহ মহিউদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার প্রধান ফকিহ্ ড. মাওলানা কামাল উদ্দিন আজহারী, সাউদার্ণ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আজহারী, কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আজহারী, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ পাহাড়তলী শাখার ব্যবস্থাপক মাওলানা মোহাম্মদ ইসকান্দর আলম, নজিরিয়া নঈমিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর হাফেজ মুহাম্মদ মহিউল হক, চরণদ্বীপ দরবার শরিফের নায়েবে।
সাজ্জাদানশীন শাহজাদা সাইফুল্লাহ্ ফারুকী চরণদ্বীপি, কল্পলোক আবাসিক মডেল মসজিদের খতীব মাওলানা আবু আহমদ আজহারী, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, ইউএই এ্যাম্বেসির সিনিয়র অফিসার মুহাম্মদ ইমরান উদ্দীন, আল আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, আমিন বারীয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ মিশকাত, কাজী মুহাম্মদ হাবীবুল হোসাইন, মাওলানা মুহাম্মদ গোলাম মওলা, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন। আরো উপস্থিত ছিলেন- ফরহাদাবাদ দরবার শরিফের আওলাদ সৈয়দ মুহাম্মদ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, সোবহানিয়া আলিয়া মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন, বোয়ালখালী আজিজ ভাণ্ডার দরবার শরিফের আওলাদ সৈয়দ শাহিনুর আজিজ, সৈয়দ আবু আহমদ, মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান, মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসাইনী, মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, মাওলানা এস এম এম সেলিম উল্লাহ্, মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, নাতে রাসুল (দ.) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন আজহারী।