কদমতলী এলাকা হতে ০৬ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব-১০

স্টাফ রিপোর্টার

গত ০৪ ফেব্রয়ারি রোজ রোববার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর চিপস ফ্যাক্টরি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সোহেল (৪৬), পিতা- মৃত হানিফ, সাং- কার্তিকপাসা, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী ২। মোঃ রাকিব (২০), পিতা- মৃত আনোয়ার, সাং- গোয়ালকান্দা, থানা- শিবচর, জেলা- মাদারীপুর ৩। মোঃ রুবেল (২৯), পিতা- জাবেদ আলী মিয়া, সাং- শ্যামপুর বাগিচা, থানা- কদমতলী, ঢাকা ৪। মোঃ রবিউল হাসান (২২), পিতা- মৃত রিপন, সাং- শ্যামপুর হাই স্কুল রোড, থানা- কদমতলী, ঢাকা ৫। মোঃ আল আমিন (২১), পিতা- মোঃ আলিম, সাং- পোস্তগোলা, থানা- কদমতলী, ঢাকা ৬। মোঃ শাওন (২৫), পিতা- মোঃ ইকবাল হোসেন বাদশা, সাং- আলমবাগ, থানা- কদমতলী, ঢাকা বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৪,০৮০/- (চার হাজার আশি) টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply