নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বই পড়া আন্দোলকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেবার আহবান জানান। তিনি বলেন, ছাত্র/ছাত্রী যুব সম্প্রদায়কে মোবাইল আসত্তি থেকে সরিয়ে এনে পাঠাগার মুখী করতে হবে। সোমবার (৫ই ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস পালন উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন ও বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার আয়োজনে মনোজ্ঞ র্যালী ও আলোচনা সভায় তিনি একথা বলেন।
বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও বই পড়া আন্দোলনের সাধারন সম্পাদক ফায়জুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,এছাড়াও বক্তব্য রাখেন বই পড়া আন্দোলনের সহ-সভাপতি লেখক কলামিস্ট সাইদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক সাইদুর রহমান,উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান বাচ্চু,নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, আয়েশা মফিজ পাঠাগারের আবুল কালাম আজাদ, হক ফাতেমা পাঠাগারের এহসানুল হক তানভীর।
নান্দাইল প্রেসক্লাব পাঠাগারের রফিকুল ইসলাম মোড়ল, অরুণোদয় পাঠাগারের এনামুল হক, আলোর ভুবন পাঠাগারের সাজিন, সেবা বুদ্ধি প্রতিবন্ধী পাঠাগারের জিয়াউর রহমান আকন্দ, শহীদ হারুন স্মৃতি পাঠাগারের মাহবুব হোসেন জয়, আলোর দিশারী পাঠাগারের শ্যামল, আল কারিম ইসলামি পাঠাগারের তারিক জামিল, রাশেদা কাদের স্মৃতি পাঠাগারের মোস্তাকিম, বাউল মেলা যুব ফোরাম পাঠাগারের শরিফুল হক সহ উক্ত পাঠাগার সমূহের শতাধিক পাঠক/সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আবদুস সালাম (আরসিডিএস, পিএসসি) এমপি মহোদয়ের সহযোগিতায় নান্দাইলে অত্যাধুনিক একটি গন পাঠাগার স্থাপন করা হবে। ইতি মধ্যে পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসক মহোদয় ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।