শেরপুরের শ্রীবরদীতে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৫ জন আহত

মোঃ বিল্লাল হোসেন

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, ময়নাল মিয়া (৩২), মো. নইমদ্দিন (১৮), নূর মোহাম্মদ (৬৫), জামেলা বেগম (৫৫), আয়নাল মিয়া (৩৫)। ঘটনাটি ঘটে ২০ জানুয়ারী দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর দিয়েলপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, ওই গ্রামের নূর মোহাম্মদ ২০ শতাংশ জমি ক্রয় করে গত ২৫ বছর ধরে চাষাবাদ ও ভোগদখল আছে । কিন্তু ওই জমির প্রতি লুভ জাগে প্রতিবেশী আরজু ও তার সহযোগীদের । তারা ওই জমি মালিকানা দাবি করে জমি বেদখলের ষড়যন্ত্র করে আসছিল ।

এ নিয়ে আদালতে মামলাও মামলা চলমান রয়েছে। ঘটনার দিন শনিবার দুপুরে নুর মোহাম্মদ জমিতে বোরো ধানে চারা রোপন করতে গেলে আরজু ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এসময় নুর মোহাম্মদকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করতে এলে তারাও গুরুতরভাবে আহত হয়। একপর্যায়ে আরজুর লোকজন নুর মোহাম্মদের বাড়িতে হামলা চালায় এবং একটি ঘর কুপিয়ে তচনচ করে। চালানো হয় লুটপাট। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে, আরজুর লোকজন সেখানেও আবার হামলা করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ দুই জনকে আটক করে।

এ বিষয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি ইউসুফ আলী বলেন, আমরা জমি ক্রয় করে চাষ করে আসছি। আমাদের উপর তারা অন্যায়ভাবে হামলা চালিয়েছে। আমরা গরীব মানুষ চিকিৎসা করার পর্যন্ত টাকা নেই। আমরা এর বিচার চাই। এ ব্যাপারে মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেন আরজু বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। আমরা তাদের হামলা করিনি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আমরা এ ঘটনায় ৪ জনকে আটক করেছি। এবং মামলা গ্রহন করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। আইনগত ব্যবস্থা চলমান আছে।

Leave a Reply