স্টাফ রিপোটার
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসাড়া ইউনিয়নে প্রতিবন্ধিক গৌতম কুমারকে আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী মোনোনয়ন দেওয়া নৌকা প্রতিকের নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকের হাতে প্রতিবন্ধী গৌতম কুমার রক্ষিত (৪২) নামের (সংখ্যালঘু) কে মারপিটের অভিযোগ উঠেছে বলে যানাযায়।
গত ৮ই জানুয়ারী সোমবার ২০২৪ ইং নির্বাচন পরবর্তী বিপ্লব হোসেন (৩৬) পিতা মৃত লুৎফর মাস্টার গ্রাম বর্নি, শাহজাহান আলী (৪২) পিতা খোরশেদ আলম গ্রাম রাজাপুর সহ অজ্ঞাত আরও তিন চার জন রাত আনুমানিক ১০ টার দিকে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামের শারীরিক প্রতিবন্ধী গৌতম কুমার রক্ষিতের উপর হামলা করে।
জানতে চাইলে গৌতম কুমার জানান, আমি গাং পাড়া পির সাহেবের বাড়ীর পেছনে গেলে বিপ্লব ও শাহজাহান সহ আরোও কয়েক জন এসে নৌকায় ভোট দিছিস বলে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে ও বলে ৫০০০ টাকা দিবি না হলে মোটর সাইকেল পাবিনা বলে গাড়ীর চাবি নিয়ে মারপিট করতে থাকে।
এ বিষয়ে প্রত্যাক্ষদর্শী ইব্রাহিম হোসেন নামের এক ব্যক্তি জানান, সোমবার রাতে হঠাৎ বিপ্লব, শাজাহান সহ আরও কয়েক জন পির সাহেবের বাড়ির সামনে গৌতম কে এলোপাতাড়ি ভাবে মারধর করে এবং নৌকায় ভোট দিয়েছে বলে অকথ্য ভাষায় গালি গালাজ করা অবস্থায় আমি গৌতমের বাড়ী ফোন করি।
এই ঘটনায় কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে গৌতম বলেন,থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গৌতমের অভিযোগের বিষয়ে ঝিকরগাছা থানায় জানতে চাইলে থানার এস আই মফিজুল ইসলাম বলেন আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত চলমান শেষ না হলে এই বিষয়ে সত্যতা কি তাহা বলতে পারছি না