শম্পা দাস
আজ ৯ই জানুয়ারী বুধবার, ঠিক সকাল ১১ঃ৩০ টা থেকে বারোটা নাগাদ, পশ্চিম মেদিনীপুরের লালগড়ের অন্তর্গত, পীরাকাটা মোড়ে, একটি যাত্রীবাহী বাসের সহিত মারুতির মুখোমুখি ধাক্কা লাগে এবং দুজনের মৃত্যু, ধাক্কার ফলে কোনভাবে মারুতিতে আগুন লেগে যায়, মারুতিটি সম্পূর্ণ বসিভূত, স্থানীয় বাসিন্দারা ও দুর্ঘটনা স্থলে উপস্থিত যাত্রীরা সাথে সাথে থানায় ও ফায়ার ব্রিগেডে খবর দেয়, কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মারুতিটি সম্পন্ন পুরে ছাই হয়ে যায়। দমকলের গাড়ি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয় থানার পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছে যায়,। ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পাঠিয়ে দেন, এরপর থানার অফিসারেরা তদন্ত করে দেখছেন কিভাবে গাড়িতে আগুন লাগলো, তবে স্থানীয়দের অনুমান খুব সম্ভবত পেট্রোল ট্যাঙ্ক ফেটে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা এবং গাড়িটি বস্তীভূত। প্রত্যক্ষদর্শীরা জানালেন, এক দিক থেকে বাস ও অন্য দিক থেকে মারুতি আশায় সরাসরি ধাক্কা লাগে প্রচণ্ড জোরে, সাথে সাথেই ঘটনস্থলে দুজনের মৃত্যু ঘটে, বাসটিরও ক্ষতি হয় ,তবে যে দুজন মারা গেছেন তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ অফিসার তাদের পরিচয় জানার চেষ্টা করছেন। এদিকে ফায়ার দমকলের গাড়ি নেভানোর চেষ্টা করলেও কোন লাভ হয়নি। গাড়িটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে।