ঢাকায় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগে চার ব্যক্তির প্রাণহানির ঘটনা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা থেকে ঢাকায় আসা মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনে আগুন দেওয়া হয়। এতে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে এক নারী, তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হন। জো বাইডেন প্রশাসন কি এই ধরনের অগ্নিসংযোগের শিকার মানুষদের বিষয়ে উদ্বিগ্ন? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নন। তাই এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই। একই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন। তিনি বলেন, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যদি যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হয়, তাহলে আরব বসন্তের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের মন্তব্য কী? জবাবে মিলার বলেন, তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে। এর বাইরে তাঁর আর কোনো মন্তব্য নেই।