দিনাজপুর প্রতিনিধি
১৯৭২ সালে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পদার্পণ করে সেদিন বলেছিলেন আমরা যদি বাংলাদেশের মানুষের খাওয়া , চিকিৎসা, শিক্ষা, কাপর দিতে না পারি তাহলে আমাদের এই বিজয় স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে। এবং বঙ্গবন্ধু বাংলার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু দেশে ফিরে ১ বছরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়েছিলেন সাড়ে তিন বছরের মধ্যে ১৫৪ টি আইন করেছেন দুইশতর উপরে নীতি মালা গঠন করেছিলেন। বাংলার শিশুদের কথা ভেবে শিশু নীতি মালা গঠন করেছিলেন। হাজার বছরের বাঙালী সাংস্কৃতি নিয়ে আমরা কিভাবে নতুন ইতিহাস তৈরী করবো শিল্পকলা একাডেমি তিনি গঠন করেছিলেন। বঙ্গবন্ধুর ইতিহাস বাঙালীর ইতিহাস। তিনি আরও বলেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে আবারও বাংলার জনগণ নৌকা মার্কার ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে জয় যুক্ত করবেন। তিনি আরও বলেন কোন বিদেশি চক্রান্তের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ মেনে নিবেনা বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে।
১৯, ডিশেম্বর (মঙ্গলবার) বিরল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের উল্লাসে আনন্দ র্যালী ও শোভাযাত্রায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ (বিরল-বোচাঁগঞ্জ) আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী। আলোচনা সভায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এ্যাড. রবিউল ইসলাম রবি (পি.পি), প্রমূখ৷