জল্লাদ এখন চা বিক্রেতা

আরিফ

বুড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজ পার হলেই নদীর ওপারে গোলামবাজার হোল্ডিং নাম্বার ছাড়া এই শহরে কাউকে খুঁজে বের করা কঠিন। ঘনবসতি এলাকায় চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে জল্লাদ শাহজাহান ভূঁইয়া এলাকার লোকজন এক নামেই চেনেন তাকে। যিনি বছরের পর বছর বাংলাদেশে বিভিন্ন জেলখানাগুলোতে জল্লাদের দায়িত্ব পালন করেছেন । তার হাতে ফাঁসিতে ঝুলেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেক আসামি। এদের মধ্যে রয়েছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কাদের মোল্লা থেকে সাকা চৌধুরী। বঙ্গবন্ধুর খুনিরাও তার সামনে ছিল অসহায়। ভয়ে কাঁপত সাধারণ কয়েদিরা। সেই জল্লাদ এখন চায়ের দোকান দিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহজাহান চা দোকানে তিন রকম চা পাওয়া যায় । রং চা, গাভীর দুধের চা, কনডেন্স মিল্ক এখানে যতটা না চা পান করতে আসে তার চেয়ে বেশি আসে জল্লাদ দর্শনে। চা পর্ব শেষ করে কেউ ছবি তুলে, হাসিমুখে। তবে সবাই যে খুশি বিষয়টা তেমনও না। কেউ কেউ আছেন ঘোর বিরোধী। মানুষ ফাঁসি দিয়া মারছি। এটা অনেকে সহজভাবে নিতে পারে না। কিন্তু এখানে তার কিছু করার ছিল না সে তো কেবল সরকারের হুকুমের গোলাম ছিলাম। সব ছেড়ে দিয়ে সে এখন সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে জীবন যাপন করতে চায়।

Leave a Reply