ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ হাজার বিনিয়োগকারী পাচ্ছেন ২৫ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারটি ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে আট হাজার বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছে।

এ জন্য ডিএসইর বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে ৪টি ব্রোকারেজ হাউসের ৮ হাজার ৫৮১ জন বিনিয়োগকারীর জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ থেকে গতকাল সোমবার দুই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করা হয়েছে।

যেসব ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে সেগুলো হলো, ক্রেস্ট সিকিউরিটিজ, বাঙ্কো সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ ও শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোং। এ চারটি ব্রোকারেজ হাউসের মালিকেরা নানা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রায় ১৯৮ কোটি টাকা আত্মসাৎ করেন। বর্তমানে এসব ব্রোকারেজ হাউসের কার্যক্রম স্থগিত রয়েছে।

Leave a Reply