মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবিকা ও সাবেক মহিলা নেত্রী মিনু আরা বেগম আর নেই। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তিনি না ফেরার দেশে পাড়ি জমালে শোকের ছায়া নেমে আসে দিনাজপুর জুড়ে।
সাবেক চুরিপট্টি নিবাসী এবং বর্তমানে গুঞ্জাবাড়িতে বসবাসরত মিনু আরা বেগম দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি খুরশিদ জাহান হক চকলেট আপার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন রাজনীতি করেছেন। জীবনের অধিকাংশ সময় তিনি গরিব-দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
জানাজা ও দাফন
মরহুমার প্রথম জানাজার নামাজ শনিবার দুপুর ২টায় শহরের চুরিপট্টি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সাবেক ছাত্রদল নেতা সোহাগ, বিএনপি নেতা মমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির সালেহীন রানা, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং অসংখ্য সাধারণ মানুষ।
পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর সদরের রানীগঞ্জ সাহাপাড়ায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
শোকের ছায়া
মিনু আরা বেগমের মৃত্যুতে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গন, সামাজিক পরিমণ্ডল এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোক নেমে এসেছে। সকলেই তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.