মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি :
ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত তথাকথিত ‘অসম কমিটি’ প্রত্যাখান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দিনাজপুর রেলস্টেশন থেকে ঢাকাগামী কোনো ট্রেন ছাড়তে পারেনি এবং বাইরের কোনো ট্রেন দিনাজপুরে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি দিনাজপুর থেকে ঢাকাগামী কোনো বাসও ছাড়তে পারেনি। শিক্ষার্থীরা দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কেও সকাল থেকে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে।
হাসিব, সিফাত, তামিম, রওশন জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জানে আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে—দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে।
শিক্ষার্থীদের ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—
প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং বিভাজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডে নিয়োগ এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেডে নির্ধারিত পদ সংরক্ষণ।
একমুখী প্রকৌশল শিক্ষা ব্যবস্থা চালু, মেধার অপচয় রোধ এবং প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ।
উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০% এ উন্নীতকরণ।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জনবল কাঠামো নির্ধারণ (বিএসসি ইঞ্জিনিয়ার : ডিপ্লোমা ইঞ্জিনিয়ার : দক্ষ জনবল = ১:৫:২৫)।
পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম আধুনিকায়ন ও ইংরেজি মাধ্যমে রূপান্তর।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি, মেধাবৃত্তি বৃদ্ধি এবং অর্জিত ডিগ্রিকে বিএসসি (পাস)/সমমান ঘোষণা।
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের প্রস্তাবিত ৭ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.