সৈয়দ সময় , নেত্রকোনা:
শারদীয় দুর্গোৎসবের আগে নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি পূজামণ্ডপে দুই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তদের এই কর্মকাণ্ডে স্থানীয় হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মন্দির কমিটি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে প্রতিমাগুলো ভাঙচুর করা হয়। সকালে স্থানীয়রা গিয়ে দেখতে পান, কার্তিকের ডান হাত মোচড়ানো এবং অসুরের বাঁ হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। এ ছাড়া অসুরের গলার অংশও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি মিন্টু রায় জানান, প্রতিমাগুলোর মাটির কাজ শেষ হয়ে রং করা বাকি ছিল। এমন সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। তিনি বলেন, "এ ঘটনায় শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষও হতাশ হয়েছেন। পূজার আয়োজনের ব্যাপারে তারাই আমাদের সব সময় উৎসাহ দিয়ে আসছেন।"
কান্দুলিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান মঞ্জু বলেন, "মন্দিরে হামলা কিংবা প্রতিমা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।"
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.