মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে দুই সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে দুই আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মৃত রমজানের ছেলে শহিদুল ইসলাম রুবেল ওরফে টাইগার রুবেল (৩২) এবং একই থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত আবু বক্করের ছেলে গাফ্ফর শেখ (৫০)।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মেজর শামসের বাসার গ্যারেজ থেকে মাকসুদা খাতুনের ছেলের ব্যবহৃত সাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৩ সেপ্টেম্বর ডিবি অফিসে গিয়ে মৌখিক অভিযোগ করেন।
অভিযোগের পর সেদিন রাতেই রাজশাহী মহানগর ডিবি পুলিশের এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে সনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল ইসলাম রুবেলকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে এবং জানায়, সাইকেলটি মাত্র ৯০০ টাকায় গাফ্ফর শেখের ভাঙ্গারীর দোকানে বিক্রি করেছে।
পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাফ্ফর শেখকেও গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.