মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর ইনার হুইল ক্লাব ও লাইফ কেয়ার হাসপাতালের উদ্যোগে যৌথ প্রজেক্ট “Care for Pregnant Women” এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) শহরের পাহাড়পুরস্থ লাইফ কেয়ার হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলী। তিনি গর্ভবতী মায়েদের সময়মতো খাবার, বিশ্রাম, টিকা গ্রহণসহ স্বাস্থ্যসচেতনতা বিষয়ক নানা পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-১ মালেকা পারভীন, ভাইস প্রেসিডেন্ট-২ সফিয়া ফারুক চৌধুরী, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নইমা সুলতানা, সেক্রেটারি রেজভীন সারমিনাজ রুমানা, আইএসও ফরিদা বারি, ক্লাব করেসপন্ডেন্ট জিন্নাতুন আরা, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুর ছাবা হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ৫০ জন হতদরিদ্র নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একইসঙ্গে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হাসপাতালকে চিকিৎসা বর্জ্য রাখার জন্য চারটি বিশেষ ড্রাম প্রদান করে ইনার হুইল ক্লাব।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.