মোঃ মুজাহিদুল ইসলামঃ
ইসলামি শরিয়া আইন মোতাবেক ভুক্তভোগীর সাথে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মহিবুল হাসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মহিবুল হাসান গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগের ট্রেনিং শাখার একজন কর্মকর্তা।
গাজীপুর মহানগরে প্রথম স্ত্রী ও দুই কণ্যা সন্তানকে রেখে গোপনে আরেক বিয়ের অভিযোগ করেন স্বামী মহিবুল হাসানের বিরুদ্ধে। প্রথম স্ত্রী ও তার পরিবার স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি দীর্ঘ ছয় বৎসর পর জানতে পারেন। দ্বিতীয় বিয়ের খবরটি জেনে যাওয়ার পর থেকে প্রথম স্ত্রীকে কারণে অকারণে তার স্বামী বিভিন্ন ধরণের ভয়ভীতি এবং মারধর করিতেন। প্রথম স্ত্রী এসব অত্যাচার সহ্য করিতে না পারায় প্রতিবাদ করিলে প্রথম স্ত্রীকে দুই কণ্যা সন্তানসহ তালাক দেন মহিবুল হাসান। পরে তালাক প্রাপ্তা স্ত্রী অন্যত্র বিয়ে করে বর্তমানে খুলনায় বসবাস করিতেছেন।
দ্বিতীয় বিয়ের খবরটি মহিবুল হাসান শুনার পর থেকে তার সাবেক স্ত্রীর সুখের সংসার ভাংগার জন্য মরিয়া হয়ে উঠেন। সেজন্য মহিবুল হাসান তার সাবেক স্ত্রী, সাবেক স্ত্রীর বর্তমান স্বামী ও সাবেক স্ত্রীর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন হয়রানি মূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। মহিবুল হাসান সোনাডাঙা থানায় একটি মিথ্যা অভিযোগ, গাজীপুরের গাছা থানায় অহেতুক একটি মিথ্যা সাধারণ ডায়েরী, ও গাজীপুর কোর্টে একটি মিথ্যা সিআর মামলা দায়ের করেন যার বিবাদী হলেন তার সাবেক স্ত্রী, সাবেক স্ত্রীর বর্তমান স্বামী ও সাবেক স্ত্রীর পিতামাতা।
সে কারণেতার সাবেক স্ত্রী খুলনা থেকে দুটি কণ্যা সন্তানকে নিয়ে সোনাডাঙা থানায়, গাজীপুরের গাছা থানায় ও গাজীপুর কোর্টে হাজির হতে হচ্ছে। যার ফলে কণ্যা সন্তানদের লেখাপড়ার বিঘ্নসহ অর্থনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবে ভুক্তভোগী ও তার বর্তমান স্বামীকে নিয়ে উল্লেখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং তার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবী করেন। ভুক্তভোগী আরও জানান, তালাকের পর থেকে তার দুই সন্তানের জন্য উপযুক্ত খরচ না দেওয়া, মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করা, মোবাইল ফোনে অশালীন গালাগালি ও প্রাণ নাশের হুমকি দেওয়া, মোবাইল ফোন ক্লোন করার হুমকি দেওয়া, ভুক্তভোগীর ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে মানহানি করা, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ অন্যান্য বিষয় উল্লেখ করে অভিযোগ করেন তার সাবেক স্বামী মহিবুল হাসানের বিরুদ্ধে। এ বিষয়ে সাংবাদিক মহিবুল হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করিলে তিনি সাংবাদিক পরিচয় জানতে পেরে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.