সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনা ঈশ্বরগঞ্জ সড়ক টি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের অন্যতম সড়ক । সুন্দর রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায়
যানবাহন ও যাত্রীদের চলাচলের ব্যস্ততা বেড়েছে ।এ ছাড়াও এই রাস্তা দিয়ে দ্রুত সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে ।
খলতবাড়ী পালুহাটী বাজারটি নেত্রকোনা জেলা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন , কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন,গৌরীপুর উপজেলার মাওনা ইউনিয়ন,অচিন্তপুর ইউনিয়নের জংশন রোড। তাই এই বাজারে ভিড় ও যোগাযোগের ব্যস্ততাও লক্ষ্য করা যায় ।
নেত্রকোনা ঈশ্বরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এই রাস্তা টি সম্প্রসারণ করা হয়েছে এবং অধিগ্রহণের টাকা উত্তোলন করেও খলতবাড়ী পালুহাটী বাজারে রাস্তা ঘেঁষা ১৬/২০ টি অবৈধ স্থাপনা সরানো হচ্ছে না তাই প্রতিদিন দূর্ঘটনা
শিকার হতে হচ্ছে যানবাহন ও যাত্রীদের । অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ইতোমধ্যে নেত্রকোনা জেলা প্রশাসক , নির্বাহী প্রকৌশলী ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ।
এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেন গৌরীপুর উপজেলা ৪ নং মাওহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মো: মানিক মিয়া । এছাড়াও একই এলাকার সার্জেন্ট মতিউর রহমান , তাহের ফার্মেসীর আবু তাহের , ব্যবসায়ী আব্দুল গফুর, জনি , মোশারফ,আল আমিন , সঞ্জু মিয়া, সবুজ মিয়া, রাসেল, দুলু আর্মি, মোজাম্মেল, এমদাদসহ অর্ধশতাধিক লোকজন ।
অবৈধ স্থাপনা রক্ষা করে আছেন , খলতবাড়ীর হারুন ডাক্তার, রব উল্লাহ , মুশফিকুর সহ ১৫/২০ জন স্থানীয় ব্যবসায়ীক ।
সরেজমিনে দেখা গেছে , মূল রাস্তার হোন্ডারের সাথে এই সব দোকানপাট অবৈধ স্থাপনা গুলো দাঁড়িয়ে আছে এতে করে প্রতিনিয়ত দূর্ঘটনার মিছিল বড় হচ্ছে । সরকারিভাবে নোটিশ দেওয়া
অবৈধ বসতকারীরা কোনপ্রকার কর্ণপাত করেনি । এ বিষয়ে জানতে চাইলে সড়ক জনপদ বিভাগ জানিয়েছে, আমারা অচিরেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ম্যাজিস্ট্রেসির মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে বলে জানান নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ । এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে বারবার চেষ্টা করেও
তাদের পাওয়া যায়নি ।
নেত্রকোনা সড়ক বিভাগের CRB ,SDO ও প্রকৌশলী পার্থ জানান , নিয়মমাফিক অচিরেই ম্যাজিস্ট্রেসির মাধ্যমে অবৈধ স্থাপনা গুলো অপসারণের ব্যাবস্থা গ্রহন করা হবে ।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.