মোঃআনজার শাহ
কুড়িগ্রাম-১ আসনকে বিভক্ত করে দুটি সংসদীয় আসন করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী ও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ (BBMP)।
বর্তমানে নাগেশ্বরী পৌরসভা, নাগেশ্বরী উপজেলা, ভুরুঙ্গামারী উপজেলা ও কঁচাকাটা থানা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসন। আয়তনে বিশাল ও প্রায় ছয় লক্ষাধিক জনসংখ্যার এ আসন দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি সেবা বঞ্চনার শিকার বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা বলেন, “অনগ্রসর ও বঞ্চিত কুড়িগ্রাম-১ আসনকে বিভক্ত করা জরুরি। নাগেশ্বরী পৌরসভা ও নাগেশ্বরী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-১ এবং ভুরুঙ্গামারী উপজেলা ও কঁচাকাটা থানা নিয়ে কুড়িগ্রাম-৫ আসন করা হলে মানুষ দুইজন সংসদ সদস্যের প্রতিনিধিত্ব পাবে। এতে সরকারি বরাদ্দ দ্বিগুণ হবে, যা নদীভাঙন কবলিত ও দারিদ্রপীড়িত মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ সৃষ্টি করবে।”
এলাকাবাসী জানান, বৃহত্তর এই জনবহুল অঞ্চলে একটি মাত্র আসন থাকার কারণে জনগণ দীর্ঘদিন অবহেলিত। তাই দ্রুত কুড়িগ্রাম-১ আসনকে বিভক্ত করে দুটি সংসদীয় আসন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি জোর দাবি জানান তারা।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.