মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি
‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিতভাবে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টা ৪৫ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮ নং শংকরপুর ইউনিয়নের মোহনপুর ব্রীজ টোল প্লাজার সামনে মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি ট্রাকের সামনের ছাদ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাক জব্দ এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:- মোঃ স্বপন (৩৩), পিতা: মৃত আঃ রহিম, সাং: পূর্ণমতি, থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা। মোঃ বাদল (২৯), সাং: সাতমোড়া, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা।
র্যাব জানায়, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত গাঁজা, ট্রাক ও গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.