সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনায় কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগের মামলা বাণিজ্য ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একাংশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমন্বয়করা ।
৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে জেলা প্রেসক্লাবের মিলনায়তনে নেত্রকোনা জেলার সাধারণ ছাত্র জনতার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমন্বয়কদের একাংশ কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগের মামলা বাণিজ্য ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে জোড়ালো অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন , মো: অলি উল্লাহ রব্বানী , সাইদ বিন ফজল , অমিতাভ বিশ্বাস ও তার বাবা সাবেক শিক্ষক অমল চন্দ্র বিশ্বাস । বক্তারা বলেন , বর্তমানে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেত্রকোনা সদর ও মদন উপজেলায় সম্মুখে থেকে অংশগ্রহণ করেছিলেন। নেত্রকোনা কে অনেকেই দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে সম্মোহন করে , এই অবস্থায় অল্প কয়েকজন সাধারণ শিক্ষার্থী হিসেবে নেত্রকোনায় আন্দোলন করাটা তাদের জন্য ছিল কষ্টকর । তবুও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ।
ভূক্তভোগীরা জুড়ালোভাবে অভিযোগ তুলে জানান , প্রীতম সোহাগ ৫ আগষ্ট ২০২৪ এর পর নেত্রকোনায় আসে।তারপর থেকে নেত্রকোনাতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কে তার কেন্দ্রীয় পদের দাপটে বিভিন্নভাবে সরিয়ে দেয় এবং সরকারি অফিসগুলোতে নিজের আধিপত্য বিস্তার করে আন্দোলনের মূল যে লক্ষ্য থেকে সরে গিয়ে নিজের ব্যক্তিস্বার্থ হাসিল করায় মগ্ন হয় ।
অভিযোগকারীরা বলেন, প্রীতম সোহাগ ৩১ আগষ্ট ২০২৫ তারিখে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করে । নেত্রকোনায় ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল বের হওয়ার সময় পুলিশের দৌঁড়ানোর একটা ভিডিওর ভিত্তিতে সে এই মামলা দায়ের করতে যায় । মিছিল টি ১৬ জুলাই ২০২৪ জেলা শহরের তেরীবাজারস্থ এলাকায় অনুষ্ঠিত হয় ।
১ বছর পর মামলা দায়ের করা বিষয়ে প্রীতম সোহাগ লিখিত অভিযোগে বলেন , এই ঘটনার সম্পর্কে জানতে বা তদন্ত করতে ১ বছর লেগেছে কিন্তু আন্দোলন সফল হওয়ার পর ১১ আগষ্ট
এই বিষয়ে নেত্রকোনার ছাত্রদের সাথে থানায় উপস্থিত হয়ে কথা বলে জানান , মিছিলে পুলিশের দেওয়া মামলাটা ছিল সরকারি আদেশ । এই কথা গুলো বলে ছাত্রদের নিয়ে থানা থেকে ফিরে আসে ।
ভূক্তভোগীরা জানান , তাদের কাউকে না জানিয়ে প্রীতম সোহাগ তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য মামলা বাণিজ্য কে দেখছে ।আর বর্তমানে পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপের কারণে সাধারণ ছাত্ররা নিজেদের কে নিরাপত্তাহীন বলে মনে করছেন । এছাড়াও তার আরো কর্মকাণ্ডের জন্য আন্দোলনে অংশ গ্রহণ করা সকলে প্রশ্নবিদ্ধ হচ্ছে ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমন্বয়কদের একাংশ অংশগ্রহণকারীরা
প্রীতম সোহাগের অপকর্মের কথা বলেন , শিক্ষা বৃত্তির কথা বলে বিভিন্ন কোম্পানির থেকে অনুদান নিয়ে নিউজ করে ছাত্রদের বৃত্তি না দেওয়া এবং টাকা আর্তসাৎ করা ।
আওয়ামী লীগ কথিত নেতা কে ধরে তার ১০০ কোটি টাকার বিষয়ে প্রশাসন কে দিয়ে চাপ দিয়ে এটি ধামাচাপা দেয়ে টাকা আর্তসাৎ করে ।২৯ জুলাই সে ছাত্রলীগের ও বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে কোটা আন্দোলন ছেড়ে দেয় । ২০২৩ সালে ১৯ ডিসেম্বর বিএনপির কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মোবাইল থেকে করে করে পিটায় । আওয়ামী লীগের দোসর মালা খান কে ৫ আগষ্টের পর নিরাপত্তা ব্যবস্থা করে এবং তার বিরুদ্ধে আন্দোলনকারীদের অর্থের বিনিময়ে রিমান্ডে দেয় প্রীতম সোহাগ বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা । অভিযোগকারীরা আরো জানান , নেত্রকোনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কে জুতা পড়াতে তার রুমে গিয়ে অবরুদ্ধ করে রাখে। তাকে বদলী করার পর অধ্যক্ষের মেয়ে লজ্জায় অপমানে আত্মহত্যা করে।
নেত্রকোনা সরকারি কলেজের ছাত্রদলের কর্মীদের আর্মি ও পুলিশ কে মিথ্যা তথ্য দিয়ে ধাওয়া করায় । নেত্রকোনা পৌরসভার কর্মচারীদের মারধর করে ।বারহাট্টা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ কে এনসিপিতে পূণর্বাসনের ব্যবস্থা করে ।
ভূয়া মামলার তালিকা করে ফেসবুকে দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেকের কাছ থেকে টাকা খেয়েছে। সে একাধিক বিয়ে করেছে এবং মইনপুরের সাবেক স্ত্রী কে নির্যাতন করে সম্পর্ক শেষ করে। পৌরসভায় তার পিতার প্রথম স্ত্রী কে বাদ দিয়েই সে তার মায়ের নামে ওয়ারিশান আনতে ঝামেলা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। পৌরসভার চকপাড়ায় মেথরপট্টী লোকদের উচ্ছেদ করবে না বলে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ আছে। সংখ্যালঘু সাংবাদিক অমিতাভ বিশ্বাস কে ০৩ সেপ্টেম্বর ২৫ তারিখে প্রীতম সোহাগ ও তার সহযোগীরা হামলা করে ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমন্বয়কদের একাংশ প্রীতম সোহাগ হাত থেকে তারা বাঁচাতে চায় এবং তার মামলা বাণিজ্য ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তার বিচার কামনা করি শাস্তির দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান ।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.