রোজিনা আক্তার :-
কুমিল্লার চৌদ্দগ্রাম-১১ আসনে বিএনপির সাবেক সংসদ প্রার্থী ও আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ শারীরিক জটিলতায় রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত সাতদিন ধরে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট, দুর্বলতা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন নুর আহমদ। হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় তাঁকে দেখতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা হাসপাতালে আসছেন এবং নিয়মিত তাঁর খোঁজখবর নিচ্ছেন। চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নুর আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রবীণ এই নেতা মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কুমিল্লা অঞ্চলে তিনি একজন জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.