ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির প্রতিনিধি আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সকালে উপজেলার ভায়াবহ মৌজায় অবস্থিত কোম্পানির ক্রয়কৃত ও খারিজকৃত জমিতে প্রায় ৪০-৪৫ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র, দাউ, লাঠি, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় কোম্পানির নিরাপত্তা প্রহরী মো. সবুজ মিয়া বাধা দিলে তাকে মারধরের চেষ্টা করা হয়। পরে তারা এলোপাতাড়ি কুপিয়ে ও ভেঙে ফেলে টিনের বেড়া ও বাউন্ডারির পিলার, যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষ টাকা।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা কোম্পানির ভেতরে রাখা প্রায় ১.৫০ টন লোহার রড (মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা) এবং ১২৫ বস্তা সিমেন্ট (মূল্য প্রায় ৬৮ হাজার ৭৫০ টাকা) ঠেলাগাড়ি ও ভ্যানগাড়িতে করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তারা কোম্পানির প্রতিনিধি ও কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়।
থানায় অভিযোগ দায়েরের পরও ৫ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কোম্পানির বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। অভিযোগকারী ধ্রুব চৌধুরীর দাবি, এ ঘটনার সাথে নাজমুল গংরা জড়িত থাকতে পারে। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.