ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ইসলামি ঐতিহ্য অনুযায়ী, আজ থেকে ১৪৫৪ বছর পূর্বে ১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুনিয়ার আলো দেখতে আগমন করেন—যা মুসলিম উম্মাহর জন্য রহমত ও বরকতের দিন হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মাদীন ইনাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর আব্দুর রউফ ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলাধীন আহলে বায়াত ও পাক-পাঞ্জাতন অনুসারী মাজার, দরগাহ, দরবার ও খানকা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও ভান্ডাব পাক দরবার শরীফের প্রধান খাদেম পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী), মনিরুল ইসলাম মনির মেম্বার, ওয়াসিয়া খান্দান বনগাও হযরত মিসকিন শাহ্ দরবারের খাদেম মোঃ আশরাফুল আলম সরকার, শাহ সূফী সৈয়দ মনির চিশতি, ওয়াসিম আল ক্বাদরী, মাওলানা নজরুল ইসলাম চিশতী, জসীম উদ্দিন আল চিশতী ও মোঃ হেলিম সাহেব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমন আহমেদ জজ, সফিকুল ইসলাম খান, পারভেজ ফকির ও সোহরাব ভান্ডারীসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।
শনিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বটটিলা মাজার ময়দানে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। বক্তারা মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ, ত্যাগ, দয়া ও মানবকল্যাণে তাঁর অসামান্য অবদানের উপর আলোকপাত করেন এবং নবীজীর দেখানো পথে জীবন গঠনের আহ্বান জানান।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.