মোঃ আনোয়ার হোসেন :-
নরসিংদীর মনোহরদী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ দুলাল আকন্দ। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থানার সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে নতুন ওসিকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন।
জানা যায়, নেত্রকোনা জেলার কৃতি সন্তান মোহাম্মদ দুলাল আকন্দ ২০১৭ ইং সালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় এস আই হিসাবে সুনামের সহিত চাকুরি অবস্থায় পদ্দোন্নতি লাভ করে সিলেট জেলার বিশ্বনাথ থানায় ওসি তদন্তের দায়িত্বে যোগদান করে। সেখানেও তিনি সুনামের সাথে উনার উপর অর্পিত দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে বদলি সূত্রে আবারও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ইন্টেলিজেন্স এন্ড কমিনিটি পুলিশিং অফিসার হিসেবে যোগদান করেন। বিশ্ব মহামারী করোনা ভাইরাস কোভিট-১৯ মোকাবেলার সময় তিনি ময়মনসিংহ নগরীর ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পান। তিনি করোনার ২য় ঢেউ মোকাবেলার পাশাপাশি ব্যাস্ততম নগরীর বানিজ্যিক এলাকায় আইনশৃংখলা রক্ষা সহ অপরাধ দমন করতে ২০২০ সালের ৬ নভেম্বর মময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ দায়িত্ব দেওয়া হয়। অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করায় উনাকে ময়মনসিংহের মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।
এসংক্রান্তে মনোহরদী থানার নবাগত ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানান, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করবেন। থানা এলাকায় মাদক, চোরাচালান ও সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে যা করার প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে । কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও চোরাচালানের সাথে কোন আপোষ নেই, মাদক ও চোরাচালান নির্মূল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.