মোঃ আশিক পণ্ডিতঃ-
ভোলার বোরহানউদ্দিনে আনন্দ র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
হাফিজ ইব্রাহিম তার (ভার্চুয়াল) বক্তব্যে বলেন যে বাংলাদেশের জন্য পিআর (PR) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (Proportional Representation) নির্বাচন ব্যবস্থা উপযোগী নয়। তিনি এই ব্যবস্থার সমালোচনা করে বলেন, পিআর পদ্ধতিতে ভোট দেওয়া হয় এক জায়গায়, আর এমপি হয় অন্য জায়গা থেকে।
এছাড়াও তিনি আরেকটি বিষয়ে সতর্ক করে বলেন, একদল মহিলা তাবলীগের নাম করে গ্রামে গ্রামে গিয়ে জামায়াতের পক্ষে ভোট চাইছে। এই ধরনের প্রচারণার ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা সহ সভাপতি ফিরোজ কাজী, শহিদুল আলম নাসিম কাজী, সদস্য সচিব কাজী মোঃ আজম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার ও সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সমবেত হন।
পরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানার ও ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.